Category Archives: নাস্তিক

কঠোরতা কিংবা শিথিলতা নয়, চাই মধ্যমপন্থার অনুসরণ

“প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না”

লিখেছেন,তামীম রায়হান

মানুষের স্বভাব প্রকৃতিগতভাবেই দু’ ধরনের। কেউ সাহসী কেউ ভীতু। কেউ বেশি বোঝেন, কেউ কম বোঝেন। আমাদের চিরশত্রু শয়তান তাই প্রথমেই আমাদের মানসিক প্রকৃতির খোঁজ নিয়ে সেভাবেই আমাদেরকে ধোঁকা দিতে চায়।

আপনি হয়তো মন-মানসিকতায় সাধারণ মানের। আর আট/দশজনের মতোই আপনি ধর্মকে সহজভাবে ভালোবাসেন। আপনার এ অনুভূতিকে কাজে লাগিয়ে শয়তান আপনাকে প্ররোচিত করবে, ‘ইসলাম তো আপনি মানবেনই। কিন্তু ধীরে ধীরে, নিজেকে কষ্ট দিয়ে নয়। কি দরকার এতো তাড়াতাড়ির? আস্তে আস্তে অভ্যস্ত হবেন। যাক না কয়েকটা দিন।’

আপনিও নিজের অজান্তে এ ভাবনাকে সায় দিয়ে ধীরে ধীরে এক সময় দূরে সরে যাবেন। প্রথমে সুন্নত ছেড়ে দিয়ে, তারপর Read the rest of this entry

বিপদ যখন সৌভাগ্যের প্রতীক

“প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না”

লিখেছেন,মুহাম্মদ তামীম রায়হান

ওয়েব সম্পাদনায়,মুহাম্মদ মিজানুর রহমান।

আমাদের আশেপাশে এমন অনেকে আছে, যারা সামান্য বিপদে পড়লে হায় হায় করে কপাল চাপড়ে বলতে থাকে আল্লাহ কি আমাকে ছাড়া আর কাউকে দেখল না!!

ছোটখাট দুর্ঘটনায় ঘাবড়ে গিয়ে আবোল তাবোল বলা আমাদের অনেকের নিত্য অভ্যাস। অথচ কেউ যদি এর প্রকৃত রহস্য ও ফলাফল জানতো, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো।

আমরা সবাই মুসলমান হিসেবে বিশ্বাস করি ভাল মন্দ সবকিছু আল্লাহপাকের নিয়ন্ত্রণে। তিনি যা ইচ্ছা করেন, তা-ই হয়ে থাকে। তার ইশারা ছাড়া কিছুই হতে পারেনা। আর তিনি মানুষের জন্য যখন যা নির্ধারণ করেন- তা অবশ্যই তার জন্য মঙ্গলজনক- যদিও কিছুসময়ের জন্য বাহ্যিকভাবে তা কষ্টকর বলে মনে হয়।

মূলত এসব দিয়ে তিনি আমাদের ঈমান ও ধৈর্যকে Read the rest of this entry

ইসলাম-ই নারীদের শ্রেষ্ঠ হক্ব সংরক্ষনকারী

“প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না”

 

আওওয়ালু শাফিয়িন, আওওয়ালু মুশাফ্ফায়িন, আওওয়ালু মাঁইইয়ুর্হারিক হালক্বাল জান্নাতি হাবীবুল্লাহ হুযূর পুর নূর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা) তথা একমাত্র ইসলামই মহিলাদের শ্রেষ্ঠ হক্ব সংরক্ষণকারী।মহান আল্লাহ পাক কুরআন এ পাকে বলেন,

يايها الناس انا خلقنكم من ذكر وانثى وجعلنكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقكم

অর্থ: “হে মানবজাতি। নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং আমি তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরের পরিচয় লাভ করতে পার, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ পাক এর নিকট ঐ ব্যক্তি  সবচেয়ে সম্মানিত  যে বেশি মুত্তাকী।” (সূরা হুজরাত : আয়াত ১৩)

ইসলামে মহিলাদের মর্যাদা ও সম্মান:

ইসলামে পুরুষ ও মহিলা তথা আদম সন্তানদের মর্যাদা ও সম্মান সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন- Read the rest of this entry

নজরুলের চেতনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

“প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না”

লিখেছেন, প্রভাষক মুহাম্মদ গোলাম মোস্তফা

কবি যে যুগে যুগে সত্যের গীতি, কল্যাণের গীতি, বিরাট অনন্ত মহাজীবনের নিগুঢ় ভিত্তি কর্মের উদ্বোধন গীতি গেয়ে এসেছেন। যার মৃদু আঘাতে প্রাণের বীণারতারে নীরব সহসা আকুলরাগিনী ঝন্ধার জেগে উঠে মানব দেহের স্নায়ুর পরতে পরতে উম্মাদনার তড়িৎ প্রবাহ ছুটিয়ে দেয়। তিনি সেই কবিদের অন্যতম প্রেমের, বিদ্রোহী, বিশ্ববরেণ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একজন। তাঁর কণ্ঠে সন্জীবনীসুধার উম্মাদনা আছে।
বাংলা সাহিত্যে তাঁর আগমন এমন এক সময়ে যখন রবীন্দ্রনাথ, মধুসূদন, সত্যেন্দ্রনাথ, বন্ধিমচন্দ্রদের জয় জয়কার। বাংলা সাহিত্য ছিল এদের রাজনৈতিক ও ধর্মীয় আদর্শে সমৃদ্ধ। বাংলা সাহিত্যে নজরুল ইসলামের আগমন ছিল ধূমকেতুর মতোই একটি নতুন ধূমকেতু। তাঁর কলমযুদ্ধ নিমিষেই বাংলা সাহিত্যের চেহারা পাল্টিয়ে দিয়েছে। যে সাহিত্যে একদিন ইসলাম ও মুসলমানদের স্থান ছিল না, তা এ সময় হয়ে উঠল Read the rest of this entry

মৌলবাদ পরিচয় [১]

“প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না”

আহাদ (একক),তৌহিদ(একত্ববাদ);ওয়াহেদ(এক);মোয়াহ্‌হেদ(এককবাদী),ওয়াহদাত(বহুগুণ বিশিষ্ট একক);মূল(গোড়া);মৌল গোড়া(থেকে আদি)।

এক বিশ্ব প্রভু আল্লাহর উপর বিশ্বাস স্থাপনই একত্ববাদ।একত্ব-বাদই মৌলবাদ।মৌলবাদে বিশ্বাসীগণ ধর্ম নির্বিশেষে একই পথের দিশারী।কিন্তু কারো উদ্দেশ্য এক আল্লাহতে বিশ্বাস স্থাপন করে নিজেদের স্বেচ্ছাপ্রণোদিত কার্যে নিয়োজিত থাকা।কেননা আল্লাহ পাক যুগে যুগে নবী প্রেরণ করে মানুষের পথের দিশা দিয়েছেন এবং সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা কে সর্বশ্রেষ্ট ও সর্বশেষ নবী করে পাঠিয়ে মানব চলার পথকে পূর্ণতা দান করেছেন।এখানে এই মৌলবাদকে ধারণ করে রাখার অবকাশ নেই।নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা উক্ত মৌলবাদের মূলৎপাটন করেছেন।তাঁর প্রদর্শিত সরল সঠিক পথ হল Read the rest of this entry

মানুষের এই পৃথিবীতে কেন এতো অমানসিকতা?

লিখেছেন,সৈয়দা হাবিবুন্নেসা দুলন।

পৃথিবী সুন্দর,মানুষ সুন্দর,সুন্দর মানুষের মানবিকতা।মানব জীবনের শ্রেষ্ঠ অলংকার মানবিকতা,মনুষত্ববোধ।মনুষত্বহীন মানুষ আর পশুতে নেই কোন পার্থক্য।অতি আধুনিকতার পেছনে ছুটতে ছুটতে আমরা যেন খেই হারিয়ে ফেলছি।ধর্মীয় বিধি-নিষেধের ধারের কাছেও নেই আমরা।আজ অনেকেই কাগজে কলমে,খাতা পত্রে মুসলমান।নীতি-নৈতিকতা,আচার ব্যবহারে অনুসরন করছেন বিধর্মীদের।ফলাফল যা হবার তাই।মুসলমান হয়ে আমরা ধর্মীয় অনুশাসন মানছিনা।আধুনিকতার জোয়ারে গা ভাসাতে গিয়ে এখন ডুবে মরার উপক্রম।নানা রকম অনাচার,রোগব্যাধি আমাদের শরীরে বাসা বেঁধেছে।তার মধ্যে অন্যতম হল এইডস্‌।

মুসলিম পরিবারের সন্তানদের শরীরের এইডস কেন বাসা বাঁধবে।এই রোগের অন্যতম কারন হল Read the rest of this entry

মোটা তাজা শয়তান ও ৯ জন শয়তানের নাম ও তাদের কাজ

লিখেছেন,মুহাম্মদ আবু তোরাব

এই পৃথিবীতে প্রতিনিয়ত যতপ্রকার পাপ কাজ সম্পাদিত হচ্ছে,তার পেছনে একমাত্র প্রবঞ্চনা দানকারী হছে ইবলিস শয়তান।শয়তান বলতে যে শুধুমাত্র ইবলিসকে বুঝায় তা কিন্তু না ।শয়তান বলতে বুঝায় যারা কিনা তার বংশধর ও সমগোত্রীয়।সাথে সাথে শয়তান বলতে তার সমস্ত অনুসারীদেরকেও বুঝায়।এরা সবাই মিলে তাদের অভিশপ্ত কার্যকলাপের দ্বারা প্রতিদিন অনেক নেক বান্দাহ,মুত্তাকীন ও আল্লাহর ওলীদেরকে ধোকা ও সত্য পথ হতে বিচ্যুতি করার চরম চেষ্টায় লিপ্ত রয়েছে।এরই ধারাবাহিকতায় আজ মোটা তাজা শয়তান সম্পর্কে একটা সত্য কাহিনি ও ৯ জন শয়তানের নাম ও তাদের কাজ সম্পর্কে আপনাদের অবগত করব।(ইনশাল্লাহ)

মোটা তাজা শয়তান

একবার দুই শয়তানের মধ্যে সাক্ষাত হল।এক শয়তান খুব মোটা তাজা ছিল।অপরদিকে অন্যজন হালকা পাতলা ছিল।মোটা শয়তান পাতলা শয়তানকে বলল,ভাই শেষ পর্যন্ত তুমি এত দূর্বল হলে কেন?সে বলল-আমি এমন একজন নেক বান্দাহর সাথে আছি,যে ঘরে প্রবেশ করার সময় ও পানাহারের সময় “বিসমিল্লাহ” শরীফ পাঠ করে নেয় আমাকে তাঁর নিকট হতে দূরে পালাতে হয়।দোস্ত ! তোমার কথা বল-তুমি তো খুব স্বাস্থ্য বানিয়েছ।এতে কি রহস্য রয়েছে?মোটা শয়তান বলল, Read the rest of this entry

পুরনো বাইবেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা এর আগমনী বার্তা: ভ্যাটিকানে তোলপাড়

লন্ডন, ২৫ ফেব্রুয়ারি: হযরত ঈসা (আলাইহিস সালাম) বা কর্তৃক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা এর আবির্ভাবের ভবিষ্যদ্বাণী সম্বলিত বাইবেলের একটি প্রাচীন সংস্করণ দেখতে চেয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ। বৃটেনের ডেইলি মেইল এ খবর দিয়ে জানিয়েছে, ১৫০০ বছরের পুরনো এ বাইবেল সম্প্রতি আবিষ্কৃত হয়েছে এবং তা গত ১২ বছর ধরে তুরস্কে গোপন রাখা হয়েছে। অনেকেই মনে করেন এই বাইবেলই নির্ভরযোগ্য প্রাচীন ইঞ্জিল বা হযরত ঈসার আলাইহিস সালামের প্রাথমিক বাণী বা শিক্ষা সম্বলিত বাইবেল হিসেবে খ্যাত ‘বার্নাবাসের বাইবেল।’

এই সেই পুরনো ইঞ্জিল শরীফ

পোপ ষোড়শ বেনিডিক্ট এই বাইবেল দেখতে চেয়েছেন বলে খবর এসেছে। এক কোটি ৪০ লাখ ব্রিটিশ পাউন্ড মূল্যের এ বাইবেল স্বর্ণাক্ষরে এবং হযরত ঈসার আলাইহিস সালামা নিজ Read the rest of this entry

ইসলামে কি জঙ্গীবাদ আছে? [প্রসঙ্গঃ জঙ্গীবাদ ও জেহাদ এক বিষয় না]

লিখেছেন,ড.মুহাম্মদ মোকাদ্দেমুল হক্ব মোজাদ্দেদী।

ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারনে আমাদের মধ্যে থেকে একটি বিশেষ শ্রেণী ধর্মদ্রোহিতার অতলে ডুবে যাচ্ছে এবং আরেকটি শ্রেণী উগ্রমৌলবাদী কর্ম তৎপরতার মাধ্যমে জঙ্গীবাদী নামে কুখ্যাতি অর্জন করছে।কেউ কেউ জঙ্গীবাদীকেই জেহাদী নামে আখ্যায়িত করে ইসলামের অবমাননা করায় সচেষ্ট।কিন্তু জানার বিষয়টি হলো জঙ্গীবাদ ও জেহাদ আদৌ এক বিষয় নয়।পৃথিবীর সকল ধর্মেই উগ্রমৌলবাদী ও জঙ্গীবাদী চেতনার লোক বিদ্যমান রয়েছে।ইউরোপে প্রোটেষ্ট্যান্ট ও ক্যাথলিকদের একে অপরের বাড়ীঘর পুড়িয়ে দেয়া উগ্রমৌলবাদী ও জঙ্গীবাদী তৎপরতার বহিঃপ্রকাশ।ভারতের আয়ুধিরায় বাবরি মসজিদ শহীদ করা ও বিভিন্ন শহরে ইসলাম ধর্মাবলম্বীদের উপর নির্যাতন করা উগ্রমৌলবাদী ও জঙ্গীবাদীদের ঘৃণ্যতম কাজ বলে বিবেচিত হয়েছে।এছাড়া বিভিন্ন মুসলিম দেশে Read the rest of this entry